বগুড়ায় নিষিদ্ধ পলিব্যাগ তৈরি ও বিক্রয়ের অপরাধে জরিমানা
বগুড়ায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রয়ের অপরাধে বগুড়ায় ১ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ আগস্ট সােমবার সকালে শহরের বড়গােলা টিনপট্টি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।
এসময় বগুড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রয়ের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬(ক) এবং ১৫ এর উপধারা ৪(ক) ও ৪(খ) অনুযায়ী বড়গােলা টিনপট্টির মাে. নূর ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, এসময় আনুমানিক ১০ লাখ টাকা বাজারমূল্যের ১০ টন পলিথিন জব্দ করা হয়।