বগুড়া সদর উপজেলায় করোনা ভাইরাস বিষয়ক কর্মশালা শুভ উদ্বোধন
২৪ আগস্ট সোমবার বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাস বিষয়ক কর্মশালা শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
উপজেলা ইউডিএফ মফিজুল ইসলাম মুন্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতা ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।