আজ থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন মুশি
ঢাকায় চতুর্থ ধাপের প্রথম দিনের অনুশীলন শেষ করে নিজ জেলা বগুড়ায় এসেছেন মুশফিকুর রহিম। আজ থেকে বগুড়া জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে দেশসেরা এই ব্যাটসম্যান।
বিসিবি’র দেওয়া সূচি অনুযায়ী মুশি শুরু করবেন দুপুর সোয়া ১২টায় যা চলবে সোয়া দুইটা অবধি। একই ভেন্যুতে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নারী দলের দুই সদস্য খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা অনুশীলন করবেন।
ব্যাটসম্যানদের মধ্যে মিরপুর হোম অব ক্রিকেটে দিনের অনুশীলনের শুরুটা করবেন অবশ্য আফিফ হোসেন ধ্রুব ও এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিকের ব্যাটিং, রানিং ও জিম সেশনের কথা রয়েছে।
আর বোলারদের মধ্যে এদিন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং ও ফিটনেস অনুশীলনের কথা রয়েছে।