বগুড়ায় ধুনটে ২৫ ভিক্ষুক পেল ছাগল ও দোকানঘর
প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় বগুড়ার ধুনট উপজেলায় ২৫জন ভিক্ষুকের মাঝে ছাগল ও দোকানঘর বিতরন করা হয়েছে। এরমধ্যে ২০ জন ভিক্ষুককে ২টি করে ছাগল ও ৫ জন ভিক্ষুককে দোকানঘর দেয়া হয়।
২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ভিক্ষুকদের হাতে এসব দোকানঘর ও ছাগল তুলে দেন প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার, উপজেলা তথ্যআপা আঞ্জুমান আরা ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার প্রমুখ।