শেরপুর উপজেলা

বগুড়ায় শেরপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতস্পর্শে কৃষকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোকাব্বেল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মোকাব্বেল হোসেন ওই গ্রামের কোরবানী আলীর ছেলে। দুর্ঘটনায় শামসুদ্দিন সেখ (৬০) নামের আরেক কৃষক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায় : মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্বে বাঁশ কাটছিলেন কৃষক মোকাব্বেল হোসেন। এ সময় অসর্তকতাবশত বাঁশ বিদ্যুত লাইনের হাইভোল্টেজ তারের সাথে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক জানান, হাসপাতালে আনার পুর্বেই মোকাব্বেল হোসেনের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বিদ্যুতস্পর্শে নিহত হবার কথা শুনেছি। নিহতের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button