বগুড়ায় শাজাহানপুরে ২৫৮০ কেজি সরকারি চাল উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদীঘি এলাকায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উমরদীঘি বাজারের একটি গ্যারেজের ভিতরে এই চাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমরদীঘি বাজার এলাকার একটি গ্যারেজে বেশকিছু খাদ্য অধিদপ্তরের সিলকরা সরকারি চালের বস্তা পাওয়া যায়।
স্থানীয়রা এমন বস্তা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। চালগুলো সরকারি বলে নিশ্চিত হলে তা জব্দ করে পুলিশ।
ওই গ্যারেজের মালিক জিয়াউর রহমান জানান, এক ব্যক্তি চালগুলো তার গ্যারেজে রেখে চলে গেছেন।
পুলিশ আসার পর জানতে পেরেছেন এগুলো সরকারি চাল।
বগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক সুশান্ত কুমার সাহা ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, স্থানীয়দের খবরে উমরদীঘি বাজারে গিয়ে পুলিশ সরকারি চাল উদ্ধার করে। এ সময় ৮৬ বস্তা অর্থ্যাৎ প্রায় ২৫৮০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় আরও খোঁজখবর নেয়া হচ্ছে।
শাজাহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আম্বার হোসেন জানান, ‘আমরা জানতে পেরেছি কে এই চালগুলো গ্যারেজে রেখে গেছেন। খাদ্য কর্মকর্তা নিশ্চিত করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’