বগুড়ায় শেরপুরে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ৪
বগুড়ার শেরপুরে বাসচাপায় রুবেল আহম্মেদ (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হন ভ্যানের চার যাত্রী। নিহত রুবেল শেরপুরের বাগড়া কলোনির মৃত মজিবর রহমানের ছেলে।
২৬ আগস্ট বুধবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-ধুনট সড়কের হোসনাবাদ হাজিরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে যাত্রীবাহী একটি বাস গোসাইবাড়ী যাচ্ছিল। পথিমধ্যে হোসনাবাদ হাজিরোড এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের চারজন যাত্রীসহ চালক গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু আহতদের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় ভ্যানচালক রুবেল মারা যান।