করোনা আপডেট

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬১ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১৪ ও শিশু তিনজন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৯১ জনের ফলাফলে ৫৬ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৬র মধ্যে পাঁচজন পজিটিভ। মোট ২০৭ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬৪৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯১ জন, মৃত্যুবরণ করেছেন ১৫০ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৯৫১ জন। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button