করোনা আপডেট

বগুড়ায় গত ৫ মাসে করোনায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মারা গেছে ১৫০ জন

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫০জন মারা গেছেন। গত ৩০ মার্চ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই সাথে করোনা উপসর্গে সরকারী-বেসরকারী হাসপাতাল ছাড়াও নিজ নিজ বাসায় আরো কয়েশ মানুষ মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ৫ মাসে মৃত্যুবরণকারী ১৫০ জনের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য, সাংবাদিক, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, প্রকৌশলী, ডাক্তার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পুলিশ সদস্য, ব্যাংকার, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এদের মধ্যে বগুড়া-৫ (ধুনট -শেরপুর) আসনের সাবেক সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার, বগুড়া- জয়পুরহাট জেলার তৎকালীন সংরক্ষিত আসনের সদস্য (১৯৯৬-২০০১) সাবেক সদস্য আওয়ামীলীগ নেত্রী কামুরন্নাহার পুতুল, সরকারের অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) মহাপরিচালক ও রাজশাহী বিভাগের সাবেক কমিশনার আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুগড়ার উপপরিচালক আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, মুক্তিযোদ্ধা সাইদুজ্জামা তারা, সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজবুল হক , বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক খান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাক্তার আব্দুল লতিফ, সিনিয়র গাইনী ডাক্তার শামস শায়লা বানু, ডাক্তার রেজওয়ানুল বারী শামীম, এলজিইডি সদর দপ্তরের নির্বাহী সালাহ উদ্দিন ও নওগার উপসহকারী প্রকৌশলী জুলফিকার আলী টেটু, জনত ব্যাংকের অফিসার আলমগীর হোসেন, শাহজাহান আলী খুলনা সরকারী মডেল স্কুল ও কলেজের প্রভাষক আব্দুর রশিদ প্রমূখ।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরো একজন মারা গেছেন ও ৬১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে জেলায় ৯৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় মোট ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ২০৭ টি নমুনা পরীক্ষায় ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। ফলে বগুড়ায় গতকাল পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাড়াল ৬ হাজার ৪৫২ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৭ জন। এনিয়ে বগুড়ায় মোট করোনা মুক্ত রোগী ৫ হাজার ৩৫১ জন।

বৃহস্পতিবার বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় আরো ১জন রোগী চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বাড়ী আদমদিঘী উপজেলার শান্তাহারে।

নতুন আক্রান্তদের মধ্যে ২ জন সারিয়াকান্দী উপজেলার, একজন শিবগঞ্জ উপজেলার, একজন কাহালু উপজেলার ও ৫৭ জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

সূত্রঃ সিভিল সার্জন কার্যালয়, বগুড়া

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button