আদমদিঘী উপজেলা

বগুড়ায় সান্তাহারে কারখানা থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জহুরুল ইসলাম শিমুল (২৯) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে ফাঁড়ির পুলিশ। মৃত শিমুল সান্তাহার পৌর শহর সাতাহার এলাকার শাহাজাহান আলীর ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সান্তাহার মালগুদাম বিসমিল্লাহ হোটেলের দইয়ের কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ অন্যান্য কর্মচারী, নিমাই, কাজল, দেলোয়ার, সুব্র‍ত নামের চার জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেন।

জানাযায়, প্রতিদিনের ন্যায় শিমুল রাতের খাবার খেয়ে দইয়ের কারখানায় দই তৈরি করে ঘুমিয়ে পড়েন। সকালে বেলা এক কর্মচারীরা তাকে ডাকাতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। ততক্ষনাক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। মৃত শিমুলের পরিবারের ধারনা তাকে কেউ হত্যা করেছে।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button