উপজেলাকাহালু উপজেলা
কাহালুতে বাল্য বিবাহ বন্ধ করে কারাদন্ড প্রদান করলেন ইউএনও
বগুড়ার কাহালুতে বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান।
শুক্রবার কাহালু উপজেলার মুরইল ইউপির চৌধুরীপাড়া গ্রামের ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করে তার পরিবার। এমন সংবাদ পেয়ে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেন।
পরে মেয়েটির পিতা মোঃ আব্দুস সালামকে মোবাইল কোর্টের মাধ্যমে ‘বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭’ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই আশিকুর রহমান আশিক, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।