চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের পুরস্কার জিতেছেন রোনালদো
এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের পুরস্কার জিতেছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাসের বাদ পড়ার দিনে লিঁওর বিপক্ষে করা রোনালদোর অসাধারণ গোলটিই সবচেয়ে বেশি দর্শকের ভোট পেয়েছে।
১০টি সুন্দর গোলের ভিডিও পোস্ট করে সমর্থকদের সেরা গোল বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিল উয়েফা। তাতে রোনালদোর চেয়ে কম ভোট পেয়ে দুই নম্বরে আছেন মার্সেল সাবিৎসার। জেনিতের বিপক্ষে ডি-বক্সের ভেতর থেকে গোল করেছিলেন লাইপজিগের মিডফিল্ডার। গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে করা জুভেন্টাসের হুয়ান কুয়াদ্রাদোর গোলটি তৃতীয় হয়েছে।
ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার লুইস সুয়ারেজের করা দারুণ গোলটি আছে চার নম্বরে। পাঁচে আছে লিঁওর বিপক্ষে সার্জ নাব্রির বাঁকানো শটে করা গোলটি। লিওনেল মেসির কোন গোল সেরা দশেও জায়গা পায়নি। অবশ্য নাপোলির বিপক্ষে সবাইকে বোকা বানিয়ে মেসির করা গোলটা এবারের মৌসুমের অন্যতম সেরাও মনে করছিলেন অনেকে।