খেলাধুলা
ছক্কা মেরে নিজ গাড়ির কাঁচ ভেঙ্গেছেন কেভিন ও’ব্রেইন
আয়ারল্যান্ডের ডমেস্টিক টি২০ ম্যাচে ৩৭ বলে ৮২ রানের দূর্দান্ত ইনিংস খেলেন তিনি। আটটি ছয় ও তিনটি বাউন্ডারি হাকান তিনি।
দূর্ভাগ্যবশত, তারই একটি বিশাল ছক্কায় মাঠের বাইরে পার্কিংয়ে রাখা তারই গাড়ির রেয়ার উইনডো ভেঙ্গে ফেলে।
ম্যাচ শেষে কেভিন সোজা তার ডিলারশিপের কাছে যায় এবং এটাকে বদলে নিয়ে আসেন।
কেভিনের এই ঘটনা এবারই প্রথম নয় এর আগেও ঘটিয়েছিলেন এমন কান্ড, সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে তার কান্ড নিয়ে।