খেলাধুলা

প্রায় ৬ মাস পর দেশে ফিরছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান প্রায় ৬ মাস পর সোমবার(৩১ অাগস্ট) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। গেল মার্চে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব।

সাকিবের দেশে ফেরা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয় শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে। এ ব্যাপারে বিসিবির লজিস্টিক টিমের দায়িত্বে থাকা ওয়াসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের।

২৯ অক্টোবর থেকে নিষেধাজ্ঞার শৃঙ্খল উঠে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় আছেন মিস্টার সেভেন্টি ফাইভ।

এই বিভাগের অন্য খবর

Back to top button