ধুনট উপজেলা

নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সংগঠন শক্তিশালী হবে-মজনু

বগুড়ায় ধুনট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শনিবার দুপুরে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উক্ত সভায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে আলােচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খােকনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গােলাম হােসেন সরকার, উপজেলা নেতা গােলাম সােবহান, রেজাউল করিম দুলাল, রেজাউল ইসলাম রেজা, প্রকৌশলী মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, আহসান হাবিব, মহসিন আলম, পপি রানী পােদ্দার, ভিপি শেখ মতিউর রহমান, বনি আমিন মিন্টু, আনােয়ার হােসেন, জামিল হােসেন, জাহাঙ্গীর আলম, জাকারিয়া খন্দকার, আবু সালেহ স্বপন।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সংগঠন শক্তিশালী হবে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button