বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে বিডিইও’র বৃক্ষরোপন কর্মসূচি
বগুড়ায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লয়মেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন।
৩১ আগস্ট সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সড়কে বগুড়ায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লয়মেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউসার রহমান।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আলমগীর হোসেন স্বপন, সুলতান আহম্মেদ সুমন, মামুন সরকার, সৈয়দ পারভেজ রসেটি, মিনহাজুল ইসলাম সজল, সজীব সাহা, সাজু শেখ, নূর আলম, আসিফ শেখ, নাফিউর ইসলাম নাফি প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানটির উদ্দ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
প্রতিষ্ঠানটি করোনা পরিস্থিতি শুরু থেকেই সামাজিক সচেতনতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
এছাড়াও করোনাকালে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নগদ অর্থ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং পুরো রমজান মাস প্রতিদিন দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক এই প্রতিষ্ঠানটি।