বগুড়া গাক’র উদ্যোগে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
বগুড়ায় দরিদ্র পরিবারের ৮৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
সোমবার সকালে বগুড়া শহরের বনানীতে সংস্থার নিজস্ব কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, সংস্থার সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম ও পরিচালক পঙ্কজ কুমার সরকার।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এবং গ্রাম গাক’র সহায়তায় ঋণ কর্মসূচির আওতায় উপকারভোগী সদস্যদের ছেলেমেয়েদেরকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই ২০১২ সাল থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ ডিগ্রী অর্জনে সক্ষম হবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে গাকে চাকরির সুযোগ দেওয়া হবে।