খেলাধুলা

করোনায় আক্রান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

অল্পের জন্য হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। তারপরই ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ইবিজায়। দলেরই সহ-খেলোয়াড়দের সঙ্গে পার্টি করেছিলেন। আর সেটাই এবার হয়তো কাল হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

বুধবার একটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, করোনায় আক্রান্ত নেইমার। এমনকি আরও দু–তিনজন পিএসজি খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হলেও তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি।

এর আগে গত ৩১ আগস্ট পিএসজির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, দলের দুই খেলোয়াড় করোনা আক্রান্ত। তারা হলেন, অ্যাঞ্জেল দি মারিয়া এবং লিও প্যারাডেস।

এই বিভাগের অন্য খবর

Back to top button