বগুড়ায় মোবাইল মার্কেটে আগুন
বগুড়া শহরের আল-আমিন কমপ্লেক্স ৩য় তলায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সােমবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
সোমবার রাতে শহরের আল-আমিন কমপ্লেক্স মোবাইল মার্কেটের তিন তলায় আগুন লাগে। আগুনের শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা। সেই সাথে আগুন নেভানাের কাজে সাহায্য করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং স্থানীয়রাও।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ৭টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রায় ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বগুড়া সদর ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রবি জানান : অপ্পোর কাস্টমার কেয়ারে সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে অপ্পো ও সাওমি কাস্টমার কেয়ারের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনাে জানা সম্ভব হয়নি, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে।