অন্যান্য

বগুড়া লাইভে নিয়মভঙ্গ এবং অসাধু আচরণে ৫ সদস্য বহিষ্কার

বগুড়া জেলার জনপ্রিয় ও আস্থাশীল অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের নিয়মনীতি ভঙ্গ করায় এবং অসদুপায় অবলম্বন করায় ৫ সদস্য কে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সদস্যরা হলেন আরিফ শেখ, সরকার শাহরিয়ার রশীদ, তামিম রহমান, সানিম হাসান রুদ্র ও রাফিনুর রহমান রাফি।

শুক্রবার বেলা ১১ টায় বগুড়া লাইভের কার্যকরী মিটিংয়ে আমন্ত্রণ জানালে তারা উপস্থিত না থাকায় তাদের কার্যক্রম সম্পর্কে বলতে গেলে তারা কাজ করতে রাজি না হয়ে পাল্টা অনলাইন নিউজ পোর্টাল এবং জনপ্রিয় গ্রুপ BOGURA- বগুড়া” নষ্ট করার হুমকি প্রদান করে।

পরে তাদের মাঝে বহিস্কৃত সদস্যরা একসাথে মিলিত হয়ে একটি মেসেঞ্জার গ্রুপে কথোপকথনে গ্রুপ নষ্ট করার হুমকি প্রদান করে। এছাড়াও বগুড়া লাইভ ফেসবুক পেজ হতে বিভিন্ন প্রয়োজনীয় নিউজ ডিলিট করে দেয় পাশাপাশি একটি বগুড়া লাইভের আরেকটি গ্রুপ Tutor Media Bd নাম সংবলিত গ্রুপ হ্যাক করে।

নিচে তাদের কথোপকথন এবং গ্রুপ নষ্ট করার হুমকির স্ক্রিনশট দেওয়া হলো।

এ বিষয়ে নিউজ পোর্টালটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি তানজিজুল ইসলাম স্বরণ ও সম্পাদক তৌফিকুর রহমানের সিদ্ধান্ত মোতাবেক তাদের আজীবন বহিষ্কার করা হয়।

নিউজ পোর্টাল নষ্ট করে দেওয়ার হুমকি ও অসদুপায় অবলম্বনের ব্যাপারে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button