বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত হিরো আলম, তবে সুস্থ আছেন

নেত্রকোনার দুর্গাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে অভিনেতা হিরো আলম গুরুতর আহত হয়েছেন। এসময় অপর মোটরসাইকেলের চালক সুজন মিয়া (২৯) নিহত হয়েছেন। রবিবার দুপুরে দুর্গাপুরের শান্তিপুরের কালামার্কেট এলাকার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, নেত্রকোনায় আমি কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হবো। আমি তো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে। আমার ‘সাহসী হিরো আলম’ নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে বাকি কাজ করছি। হল খুললেই ছবিটি মুক্তি দিতে হবে, মাথায় এই চিন্তা নিয়ে ঘুরছি, আমি নেত্রকোনায় কেন যাবো?

তার বিষয়ে নানা রকম গুজব ছড়ানো হয় জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একটা মেয়েকে জড়িয়ে নানা রকম গুজব ছড়ানো হয়েছিল। পরে সেই মেয়ে লাইভে এসে সব কিছু স্বীকার করে।

উল্লেখ্য, খবরে বলা হয়েছে, সুজন তার মোটরসাইকেলে করে আরও দুজন বরযাত্রীসহ দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দেশ্যে একটি বিয়েতে যাচ্ছিলেন। এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি অপর বরযাত্রী হিরো আলমের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মারা যান। এতে অপর মোটরসাইকেলের যাত্রী হিরো আলম গুরুতর আহত হন।




এই বিভাগের অন্য খবর

Back to top button