শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতার পিতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক
শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মোল্লা এর পিতা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্য আবুল কাশেম মোল্লা (৯৫) শনিবার রাত ৮টায় শিবগঞ্জ পৌর এলাকার নাগর বন্দর মোড়ে এ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন(ইন্না.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।