দুর্ঘটনা

বগুড়ায় ট্রাক চাপায় এক ভ্রাম্যমান খাদ্য বিক্রেতা নিহত

বগুড়ায় ট্রাক চাপায় আব্দুল হালিম(৪৫) নামক এক ভ্রাম্যমান খাদ্য বিক্রেতা নিহত হয়েছেন

আজ রাত ৯.৩০ মিনিটে ফুলবাড়ি সুবিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার আমির আলী শেখের ছেলে।

জানাগেছে, আব্দুল হালিম মঙ্গলবার রাত ১০টার দিকে ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিল, এসময় মাটিডালীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৯০৬) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পরই চালক এবং হেলপারকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button