বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ভুয়া পরিচয়দানকারী প্রতারক এএসপি আটক
বগুড়া শহরের বাদুরতলা রেলক্রসিং মোড় থেকে সাহেদ সরদার নামের এক ভুয়া পুলিশের এএসপি পরিচয়দানকারী প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃত ভূয়া এএসপি পরিচয়দানকারী সাহেদ সরদার সদর উপজেলা জয়পুরপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সে দীর্ঘদিন যাবত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ভুয়া নিয়োগ পত্র দেখিয়ে এলাকায় এবং বন্ধু বান্ধবের কাছে পুলিশে চাকরি হয়েছে বলে দাবি করতো।এবং নিজেকে এএসপি পরিচয় দিতো।
এবিষয়ে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।