দুর্ঘটনা
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে কামারগাড়ীতে সরকারি আজিজুল হক কলেজ গেইটের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিথী খাতুন জানান, বুধবার বিকেল চারটায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।