একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগীতায় ছাত্রলীগের হেল্প ডেস্ক
একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগীতায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের হেল্প ডেস্ক।
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু থেকেই ছাত্র-ছাত্রিদের বিভিন্ন সহযোগীতায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ হেল্প ডেস্ক এর মাধ্যমে সেবা দিয়ে আসছে। এছাড়াও করোনা পরিস্থিতির জন্য ফ্রি মাস্ক বিতরন, হাত ধোয়ার ব্যবস্থাসহ সর্তকতা মূলক ব্যানার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে এসব র্কাযক্রম চলছে।
এ সব কার্যক্রমে সহযোগিতা করেন কলেজে ছাত্রলীগ নেতা আনোয়ার, জাহিদ, বিধান, কনক, সোহাগ, দুলাল, মেহেদী প্রমূখ।
আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বগুড়া লাইভকে জানান : একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য ২০১৭ সাল থেকে তার এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু আছে।
প্রতি বছর এ কার্যক্রম কলেজের ভর্তির শুরু থেকে শেষ দিন র্পযন্ত চলমান থাকবে।