খেলাধুলা

দেশের সাবেক ক্রিকেটার এএসএম ফারুক আর নেই

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এএসএম ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ক্রিকেট ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিন কাজ করেছেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০৭ সালে বিসিবির গেম ডেভলপম্যান্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

২০০৩ সালে আফ্রো-এশিয়া কাপের এশিয়া দলের নির্বাচক ছিলেন এএসএম ফারুক।

নামকরা সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button