বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কবিতাসন্ধ্যা
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে শহরের স্থানীয় একটি মোটেলে কবিতাসন্ধ্যায় ১৪ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
স্বরচিত কবিতাসন্ধ্যায় অংশগ্রহণকারী কবিরা হলেন- খৈয়াম কাদের, ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, আমির খসরু সেলিম, এস এম আনিছুর রহমান, আফসানা জাকিয়া, আমিনুল ইসলাম রনজু, সারমীন সীমা, হিরুণ্য হারুন, আব্দুল মতিন, আবু রায়হান, সজীব মাহমুদ, শৈবাল, জহুরুল আলম। কথাপুন্ড্রবর্ধন নাটকের অংশবিশেষ অভিনয় করেন অলক পাল।
কবিতাসন্ধ্যার আগে এক আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও উপদেষ্টা এ্যাড.পলাশ খন্দকারের সভাপতিত্তে হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল আলম এবং প্রধান আলোচক ছিলেন কবি-প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বিএফইউজে’র যুগ্মমহাসচিব জি এম সজল এবং কথাসাহিত্যিক হোসনে আরা মনি।
স্বাগত বক্তব্য প্রদান করেন সংগেঠনের সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সারমিন সীমা। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।