বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ডনের মা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৭ বছরের মোয়াজ্জেমা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গণমাধ্যমকে ডন বলেন, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছি। ডনের গ্রামের বাড়ি বগুড়া সদরের কাটনাপাড়ায়। সেখানে তার মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তার মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট ডন।

এই বিভাগের অন্য খবর

Back to top button