শিবগঞ্জ উপজেলা
বগুড়ার শিবগঞ্জে ১’শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যহত রেখেছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ সহ সব ধরনের অপরাধ নিমূর্লে তারা কাজ করছে। মাদক বিরোধি অভিযানে ১শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাত পৌনে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নাটমরিচাই আবাসন থেকে ১শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম (৩৬) কে আটক করে। সে আটমূল ইউনিয়নের সোনাদেউলী গ্রামের আফতাব উদ্দিন এর ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর নেতৃত্বে এসআই জিলালুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।