বিনোদন

অপু বিশ্বাসের মা আর নেই-শেষকৃত্যের জন্য মরদেহ বগুড়ায় আনা হচ্ছে

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেন অপু বিশ্বাসের সহকারী সজল।

সম্প্রতি স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমে। হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে পরলোকগমন করেন অপু বিশ্বাসের মা।

সজল জানান, ‘মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য করা হবে।’

অপু বিশ্বাসের সঙ্গে থাকতেন তার মা।

এই বিভাগের অন্য খবর

Back to top button