খেলাধুলা

জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবলার হিগুয়েন

১ যুগেরও বেশি সময় পর জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন। তার নতুন গন্তব্য মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। এর মধ্য দিয়ে ১৩ বছর পর ইউরোপ ছাড়তে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার রাতে জুভেন্টাস তাদের ওয়েবসাইটে হিগুয়েনের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৬ সালে থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ম্যাচ খেলেছেন ১৪৯টি আর গোল করেছেন ৬৬টি। যা তাকে ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিনি ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতাও।

জুভেন্টাস এক বার্তায় লিখেছে, “আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক গোল করেছি। অনেক জয় পেয়েছি। অবশেষে গঞ্জালো হিগুয়েন ও জুভেন্টাসের পথ বদলে যাচ্ছে। সমঝোতার মাধ্যমে তার এই বদল হচ্ছে। এবার বিদায় বলার পালা। সব কিছুর জন্য ধন্যবাদ পিপা। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।”

এই বিভাগের অন্য খবর

Back to top button