দু’দিনে বগুড়া গেল দুই তারকার মায়ের লাশ
বাংলাদেশের অভিনয় জগতে প্রিয়জন হারানোর শোক যেন কাটছেই না। গত সোমবার একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান দুইজন অভিনেতা। তারা হলেন জনপ্রিয় খল অভিনেতা সাদেক বাচ্চু এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত অভিনেতা মহিউদ্দিন বাহার। সেই শোক এখনো কাটে।নি।
এর মধ্যে প্রিয়জন হারালেন ঢালিউডের আরও দুই তারকা। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মারা যান সুপরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক। ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
মৃত্যুর পর ডনের মাকে বৃহস্পতিবারই তাদের গ্রামের বাড়ি বগুড়ার জেলা সদরের কাটনারপাড়ায় নিয়ে যাওয়া হয়। এরপর জানাজা শেষে ডনের মাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সদ্য প্রয়াত মায়ের জন্য সকলের কাছে দোয়া চান ডন।
এর মাত্র কয়েক ঘণ্টা পরেই মা হারালেন বহু হিট ছবির জনপ্রিয় চিত্রনায়িকা ও নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নায়িকার মা শেফালী বিশ্বাস।