বগুড়া সদর উপজেলা

বগুড়ার চকলোকমান জামে মসজিদে বৃক্ষরোপণ

বগুড়া শহরের কলোনী চকলোকমান জামে মসজিদে বৃক্ষরোপ করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা এই কর্মসূচি পালন করা হয়।

মসজিদ কমিটির উদ্যোগে এবং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।

সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি এস এম জিন্নাতুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, এস এম জুবায়দুল ইসলাম আসাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা এস এম শাজাহান আলী, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ রেজাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাসান পারবিন, কোষাধ্যক্ষ এস এম ফারুক হোসেন, সাবেক সভাপতি আব্দুর রশিদ প্রমূখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button