বগুড়া সদর উপজেলা

বগুড়ায় যুব মহিলা লীগের দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাখাওয়াত হোসেন সফিকের রোগ মুক্তি কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু।

এতে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগ সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনা।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া আক্তার নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সহসভাপতি মাকছুদা মলি, হাসিনা খাতুন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, সাংগঠনিক সম্পাদক আইভি আক্তার নুপুর, মনিরা আক্তার কুমকুম, যুব মহিলা লীগ নেত্রী রুবি বেগম, নন্দিতা আক্তার, শারমিন আক্তার ইভা, ফাতেমা বেগম, বুলবুলি বেগম, সুমাইয়া, রহিমা, তাহেরা, সারা ও ঈশিতাসহ আরো অনেকে।

দোয়া মাহফিলে নেতারা আওয়ামী লীগসহ দলটির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের করোনাভাইরাস থেকে সুস্থতা কামনা করে করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button