বগুড়া সদর উপজেলা

বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রিমিয়ার লিগ ২০২০

শুক্রবার বিকেলে বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে রেইনবো ফুটবল প্রিমিয়ার লিগ ২০২০ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রিমিয়ার লিগে দ্বিতীয় ধাপের খেলায় অংশগ্রহণ করে মানিক চক জাস্টিস্ ক্লাব ও বুজরুক বাড়িয়া সোনালী ক্লাব।
মানিকচক জাসটিস্ ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার দল।

প্রতিযোগিতামূলক এ খেলা দেখার জন্য মাঠের চতুষ্পার্শ্বে শত শত ফুটবলপ্রেমী দর্শকেরা ভিড় জমায়। খেলায় মানিকচক জাসটিস ক্লাব ৪-২ গোলে বুজরুক বাড়িয়া সোনালী ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য,খেলা পরিচালনা পরিষদের সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবল প্রেমী দর্শক বৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button