সন্তানকে মোবাইল ফোন কিনে দেয়ার উপযুক্ত সময় কখন
এখনকার বাচ্চারা সাধারণত ১০ থেকে ১২ বছর বয়সেই ফোন ব্যবহার করতে চায়। কারণ তারা মনে করে যদি তাদের বন্ধুদের সাথে টেক্সটিং ও ফোনে কথা বলতে না পারে তার সামাজিক জীবন থাকবে না।
আপনার সন্তান দিন দিন আত্মনির্ভরশীল হয়ে উঠছে, আপনিও হয়ত তার সাথে নিয়মিত যোগাযোগ করতে চান, বিশেষত সে যখন একা কোথাও যাবে।
তবে বাচ্চাদের হাতে মোবাইল ফোন যখন আসে, বেশ কিছু দুঃশ্চিন্তার কারণ নিয়েই আসে:
• দাম: আপনার সন্তান সহজেই ভেঙে বা হারিয়ে ফেলতে পারে এমন একটা ডিভাইসে এত টাকা খরচ করা কি উচিৎ হবে?
• সীমা লঙ্ঘন: আপনার সন্তান যদি অসঙ্গত বা সম্মান নষ্ট করার মত কোনো টেক্সট বা পোস্ট করে?
• আহত হওয়া: মোবাইল ফোনের ব্যবহার যত বেশি হবে, সাইবার বুলিংয়ের ঝুঁকিও তত বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায়ই বাচ্চাদের বিভিন্ন জিনিসের অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যার ফলাফল সবসময় ভাল হয় না।
• বার বার ফোন চেক করা: সন্তান খাবার টেবিলে খেতে বসে ফোনের দিক থেকে চোখই সরাচ্ছে না, বার বার ফোন চেক করে যাচ্ছে—যেকোনো বাবা-মায়ের জন্য এটা বিরক্তিকর দৃশ্য।
এই ঝুঁকিগুলি মেনে নিয়ে সন্তানকে ফোন দেয়া কি উচিৎ হবে? আর আপনার সন্তান মোবাইল ফোন ব্যবহারের উপযুক্ত হয়েছে, তাই বা বুঝবেন কীভাবে? বয়সই একমাত্র বিষয় না।
আমেরিকার চাইল্ড মাইন্ড ইনস্টিটিউটের অ্যাংজাইটি এক্সপার্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জেরি বাবরিককে প্রায়ই ১০-১২ বছর বয়সী শিশুদের বাবা-মা’রা এই প্রশ্নটি করে থাকেন।
তিনি বাবা-মায়েদের বলেন, এটা আসলে বয়সের ওপর নির্ভর করে না, এটা সন্তানের সচেতনতা ও প্রযুক্তিগত জ্ঞানের ওপর নির্ভর করে। একজন কম পরিপক্ক ১৫ বছর বয়সী শিশুর চেয়ে সামাজিকভাবে অধিক পরিপক্ক ১২ বছর বয়সী শিশু বেশি ভালোভাবে ফোন ব্যবহার করতে পারবে।
ডা. বাবরিক নিচের বিষয়গুলি বিবেচনা করার পরামর্শ দেন:
— আপনার সন্তান কি ঘন ঘন বিভিন্ন জিনিস হারিয়ে ফেলে? আপনি যদি তাকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেন, সে কি তার বিশেষ যত্ন নেয়, নাকি কিছু দিন পরেই ভুলে কোথাও ফেলে আসে?
— আপনার সন্তান কি ভালোভাবে টাকাপয়সা সামাল দিতে পারে?
— আপনার সন্তান কতটা তাড়াতাড়ি ইঙ্গিত বুঝতে পারে? কোনো ইঙ্গিত ধরতে দেরি হলে তা তার টেক্সটিং এবং পোস্টে তা প্রভাব ফেলতে পারে। উদাহরণ হিসেবে ডা. বাবরিক এক বাচ্চার কথা বলেন যে বার বার তার বন্ধুদের “হ্যালো” লিখে মেসেজ পাঠাচ্ছিল। কেউ কেন তার জবাব দিচ্ছে না তা সে বুঝতে পারছিল না।
— আপনার সন্তান প্রযুক্তি কতটা বোঝে? ভবিষ্যতে তার স্কুল-কলেজের টিচাররা যে এই পোস্টগুলি চাইলে দেখে ফেলতে পারে, এটা কি সে বোঝে?
— আপনার সন্তান স্ক্রিনটাইম লিমিট মেনে চলে কি? সে যদি অনবরত কম্পিউটার বা গেম কনসোলের দিকে তাকিয়ে থাকে, তাহলে ফোনের ক্ষেত্রেও একই সমস্যা হবে।
এই বিষয়গুলি বিবেচনা করে যদি দেখেন আপনার সন্তান এখনই ফোন পাওয়ার উপযুক্ত, তাহলে তাকে কিনে দিন।
citialo