আদমদিঘী উপজেলা

সান্তাহারে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে রানা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত রানা উপজেলার সান্তাহার পৌর শহর বশিপুর সাকিদার পাড়া রফিকুল ইসলামের ছেলে।

শনিবার দিবাগত রাতে ওই এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় : মৃত রানা শনিবার দিবাগত রাতে নিজ গৃহে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় পরিবারের কেউ বাদী না হওয়ায় পুলিশ লাশটির দাফনের জন্য অনুমতি দেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান: এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button