বগুড়ার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ
বগুড়ার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সহযোগিতায় আজ সোমবার সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি মোল্লা জালাল , যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ,যুগ্ম-মহাসচিব জি এম সজল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন,সাধারণ সম্পাদক আরিফ রহমান,দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর,শিবগঞ্জ পৌর মেয়র সাংবাদিক তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফ।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকদের হাতে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন।বগুড়া প্রেস ক্লাব,বগুড়া সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।