টুরিজম
৬ মাস পর পর্যটকদের জন্য খুলল তাজমহল

সোমবার থেকে জনসাধারণের জন্য খুলে গেল আগ্রার তাজমহল। করোনা আবহে ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল এই তাজমহল।
গত ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে একাধিক বিধি নিষেধ মেনেই ২১ সেপ্টেম্বর খোলা হল তাজমহল। এক ASI (Archaeological Survey of India) আধিকারিক জানিয়েছেন, নতুন নির্দেশিকা অনুসারে প্রতিদিন তাজমহলে ৫,০০০ পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সেই নির্দেশিকা অনুযায়ী, এই ৫ হাজার পর্যটকদের মধ্যে দুপুর ২টো’র আগে ২,৫০০ জন পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং বাকিরা দুপুর ২টো’র পরে প্রবেশের অনুমতি পাবেন।
তবে তাহমহল দেখার জন্য টিকিট আগেই অনলাইনে কাটতে হবে।