বগুড়া সদর উপজেলা

বগুড়ায় আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির অভিষেক

বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে শহরতলীর মাটিডালি স্থানীয় একটি মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি স্বপ্না চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়ার মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট টিন ব্যবসায়ী মাহবুব হামিদ তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন টুটুল, সহ-সভাপতি মোজ্জামেল হক শিমুল, ডাঃ মুনসুর রহমান, তাজুল ইসলাম, মাছুম আলী, গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজির হোসেন তাবিব (সনি), ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক পাপ্পী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ মাহবুব, মাসারুল ইসলাম, তাহেরা খাতুন, সহ প্রচার সম্পাদক শামীম হোসেন, আইন বিষয়ক সম্পাদক লাকি আক্তার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আফরুজা হক, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজনীন আক্তার, তথ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদস্য মোস্তাফিজার রহমান ও মুক্তার হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button