বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভা চলাকালে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১টায় নবাববাড়ী রোডস্থ বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।

সভা চলা কালে দুপুর ১টার দিকে শিবগঞ্জ এলাকার কমিটি বিরোধী একটি গ্রুপ উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে সভাকক্ষে প্রবেশ করে। পরে তাদের বের করে দেয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পার্টি অফিসের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

বগুড়া সদর ফাড়ির টিএসআই খোরশেদ আলম রবি জানান, বিএনপির কর্মীদের মাঝে হঠাৎ করেই আন্তকোন্দলের ফলে সংঘর্ষ শুরু হয়। এসময় ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের অন্য খবর

Back to top button