আন্তর্জাতিক খবর

ওমরাহ পালনে কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি:৩ ধাপে ওমরাহ চালুর ঘোষণা

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছেন সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণায় জানিয়েছে, প্রথম ধাপে কেবল সৌদি আরবের বাসিন্দারা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জন্যও ওমরাহ চালু হবে। খবর আরব নিউজের।

সৌদির ওমরাহ চালুর ধাপগুলো হলো-

১ম ধাপ: ৪ অক্টোবর হতে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা মোট ধারণক্ষমতার ৩০% হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরাহ পালন করতে পারবে।

২য় ধাপ: ১৮ অক্টোবর হতে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা মোট ধারণক্ষমতার ৭৫% হারে (দৈনিক প্রায় পনের হাজার ওমরাহকারী, ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

৩য় ধাপঃ ১ নভেম্বর হতে সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় বিশ হাজার ওমরাহকারী, ৬০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে। করোনা শেষ হয়েছে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত এভাবে চলবে।

সৌদি মন্ত্রী জানান, ৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি অনলাইন মাধ্যমে ওমরাহ করতে আসা মানুষদের সেবা দেবে। ওমরাহ কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো সৌদি আরব থেকে পুরো বিশ্বের ১৬ মিলিয়নেরও বেশি মানুষকে সেবা দিয়ে থাকে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুলফাতাহ মাশাত জানান, ২০১৯ সালে ৫.৩ মিলিয়ন সৌদি নাগরিক, ৬.৪ মিলিয়ন প্রবাসী, উপসাগরীয় দেশগুলো থেকে ১.২ মিলিয়ন জন এবং অন্যান্য দেশ থেকে আগত ৭.৫ মিলিয়ন মানুষ ওমরাহ পালন করেছিল।

তিনি বলেন, ইতিমধ্যে এজেন্ট ও রেজিস্টার্ড কোম্পানির মাধ্যমে ওমরাহ ভিসা পেতে নিয়ম করে দেয়া হয়েছে বিদেশি নাগরিকদের জন্য।  নির্দিষ্ট করে দেয়া হয়েছে। পুরো ব্যবস্থাটিকে আরও উন্নত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে উপমন্ত্রী জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button