খেলাধুলা

২৪ বছরের তরুণী গলফে শিরোপা জিতলেন টেনিসের বিশ্বসেরা

বর্তমান সময়ের শীর্ষ খেলোয়াড় টেনিসের নারী এককে তিনি। তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের পেশাদার ক্রিকেটেও খেলেছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলেছেন বার্টি। এবার গলফে শিরোপা জিতলেন ২৪ বছর বয়সী এই তরুণী।

টেনিসে ২০১৮ সালে জিতেছেন ইউএস ওপেন। গত বছর জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। এবারের গ্র্যান্ড স্লামগুলোতেও ফেভারিট ছিলেন অস্ট্রেলিয়ান তরুণী। কিন্তু ঝুঁকির কথা চিন্তা করে করোনাভাইরাসকালে টেনিস খেলতে চাইলেন না। ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই ফাঁকা সময়টাতে ছেলে বন্ধু গ্যারি কিসিকের কাছে গলফ আয়ত্ব করেছেন বার্টি।

এর অাগে গলফের কিংবদন্তি টাইগার উডসও প্রসংশা করেছেন বার্টির এবং ১৫টি মেজর শিরোপা জেতা মার্কিন তারকা বার্টির সম্পর্কে বলেছিলেন, গলফের স্টিক সে দারুণ চালায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button