খেলাধুলা

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের হার্ট অ্যাটাকে মৃত্যু

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৯ বছর। আইপিএল এর ১৩তম আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একারনে মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে অবস্থান করছিলেন জোন্স। সেখানেই এই কিংবদন্তি ক্রিকেটার হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন জোন্স। দুর্দান্ত ক্রিকেটীয় ক্যারিয়ারে অজিদের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট, যেখানে ৪৬ দশমিক ৫৫ গড়ে করেছেন ৩ হাজার ৬৩১ রান। ক্যারিয়ারে ১১টি শতকও আছে তার যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ২১৬ রান। কিংবদন্তি অ্যালান বোর্ডারের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডিন জোন্স।

জোন্স অজিদের হয়ে ১৬৪টি ওডিআই ম্যাচও খেলেছেন। যেখানে ৭টি শতক এবং ৪৬টি অর্ধশতকে ৬ হাজার ৬৮ রান করেছেন ক্যারিয়ার জুড়ে।

জোন্স অজিদের হয়ে ১৬৪টি ওডিআই ম্যাচও খেলেছেন। যেখানে ৭টি শতক এবং ৪৬টি অর্ধশতকে ৬ হাজার ৬৮ রান করেছেন ক্যারিয়ার জুড়ে।

স্টার ইন্ডিয়া একটি অফিসিয়াল বিবৃতিতে জানায়, ডিন মারভিন জোন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button