খেলাধুলা
বগুড়ায় বাঘোপাড়া যুব সংঘের আয়োজনে ওয়ার্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বাঘোপাড়া যুব সংঘের আয়োজনে গোকুল ইউপির ৮নং ওয়ার্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে টিএমএসএস পুন্ড্র ইউনিভার্সিটি মাঠে উক্ত খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও উদ্বোধক বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবুল।
উদ্বোধনী খেলায় বারপুর শিমু প্লাস্টিক মহাস্থানের বিপুল ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে।
আলহাজ্ব মোঃ আসাদুর রহমান নান্নু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোকুল ইউপি সদস্য আলী রেজা তোতন, এম.আর বিপ্লব, তোফাজ্জল হোসেন লেদু, মোফাজ্জল হোসেন যাদু, আবু মুসা বেলাল, সাইদুর রহমান, মোফাস্সার আহম্মেদ লিটন। সার্বিক সহযোগীতায় ছিলেন গোকুল ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজু। খেলা পরিচালনা করেন আমিনুর ইসলাম মিঠু,সহকারী রেফারী রাশেদুল ইসলাম ও আবু সাঈদ।