বিনোদন

আজ শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন

সন্তানের জন্মদিন উপলক্ষে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অপু তার ফেসবুক পেজে। এবার জয়ের জন্মদিনে কোনো আয়োজন রাখেননি অপু বিশ্বাস।

প্রতিবছর বিশেষ এই দিনে অপু বিশ্বাস বেশ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা যাওয়ায় শোকাহত হয়ে পড়েছেন এই নায়িকা।যার কারনে কোনো আয়োজন করেনি তিনি।

আজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অপু লিখেছেন—আজ ২৭ সেপ্টেম্বর, আমার কলিজার টুকরা সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। আপনারা সবাই জানেন, এই মাসে আমি আমার মাকে হারালাম। আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন এই দুজন মানুষ। জয়ের গত জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন আমার মা-ই করেছেন। তিনি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত থাকতেন জয়ের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে! তুমি যেখানেই থাকো জয়ের জন্য আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে জয়কে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

অপু বিশ্বাস তার সন্তান এর জন্মদিনে সবার কাছে আশীবার্দ চেয়ে অপু লিখেন—আপনারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।বিশেষ এই দিনে দিদাকে নিয়ে কবিতা আবৃত্তি করেছে তারকা পুত্র জয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button