বগুড়ায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা
আগামী ৪ঠা অক্টোবর জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২৭সেপ্টেম্বর রবিবার বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন শিল্পীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ জুয়েল তরফদার। উপজেলা পুষ্টিবীদ মফিজুল ইসলামের সঞ্চালনায় ভিটামিন এপ্লাস এর প্রয়োজনীয়তা তুলে ধরেন মেডিকেল অফিসার ডাঃ আপেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, থানার ওসি নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শাহ জাহান আলী, উপজেলা স্বাস্থ্য দপ্তরের প্রধান সহকারী আবু হেলাল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এটিএম আতাউর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ প্রমুখ। আগামী ৪ঠা অক্টোবর গাবতলী উপজেলায় ২’শ ৬৫টি কেন্দ্রে ৫বছরের কম বয়সী প্রায় ৫০হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী শিশু রয়েছে ৫হাজার ৪’শ ২৭জন এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশু রয়েছে ৪২হাজার ৮’শ ২৯জন।