বগুড়া নন্দীগ্রাম উপজেলায় বিডি ক্লিন এর কার্যক্রম শুরু
বগুড়া নন্দীগ্রাম উপজেলায় শুরু হলো বিডি ক্লিন টীমের কার্যক্রম।
আজ ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪টায় “বিডি ক্লিন বগুড়া” এর উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউর আশরাফ জিন্নাহ নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় “বিডি ক্লিন” এর শপথ পাঠ এর মাধ্যমে “বিডি ক্লিন নন্দীগ্রাম” পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ।
শপথ অনুষ্ঠানে নন্দীগ্রাম পৌর মেয়র জনাব কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মোহন্ত, নন্দীগ্রাম উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর জামান রাসেল, বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সরিফুল মাসুদ, বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন, উপ-সমন্বয়ক আইটি ও মিডিয়া নিয়ামুল হাবিব আনন্দ, সিনিয়র সদস্য তানজিজুল ইসলাম স্বরন, সিহাব জোজো, মোহম্মদ রাকিব, রনি, আলআমিন, সজল শেখ সহ নতুন সদস্যগন অংশগ্রহণ করেন।
এসনয় পরিচ্ছন্নতা কার্যক্রম চলার সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার উপস্হিত হন। তিনি উপজেলাকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে বিডি ক্লিন নন্দীগ্রাম টীমকে সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা চেয়ারম্যান বিডি ক্লিন এর উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরসভাকে সাথে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং উপজেলারবাসীদের যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন উপজেলা উপহার দেবার আহবান জানান।
এর আগে বগুড়া জেলা সমন্বয়ক আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন কে বাস্তবায়ন করতে সকলকে সচেতন হয়ে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অভ্যাস পরিহার করার অনুরোধ জানান।