বগুড়ায় এফপিবিএ’র সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কিত সভা
রবিবার সকালে এফপিএবি বগুড়া শাখায় তারার মেলা অডিটরিয়ামে সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কিত এ্যাডভোকেসি সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।
প্রধান অতিথি সমন্বিত যৌনতা শিক্ষার গুরুত্ব আলোচনা করেন এবং কিশোর-কিশোরীদের জন্য সময় উপযােগী কর্মসূচী পদক্ষেপ গহণ করায় এফপিএবি’র প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফপিবিএ বগুড়ার সহ সভাপতি ডাঃ শরীফুর রশিদ দিপু, এফপিবিএ বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য রেজাউল বারী ঈসা, কার্য নির্বাহী সদস্য আতিকুর রহমান মিঠু, মাটিডালী ক্রীড়া চক্রের সভাপতি ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের পিতা আব্দুল হামিদ মাহবুব তারা।
এফপিএবি বগুড়া শাখার সত্যবতী ও জাতীয় কাউন্সিলর মিসেস সুরাইয়া বারী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এফপিবিএ’র ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা এম শফিকুল ইসলাম। এ্যাডভোকেসি সভায় ৪০ জন অংশ গ্রহণকারী ছিলেন।